Ajker Patrika

‘বিশ্ব ইজতেমায় চুরি হওয়া’ ৪৯ মোবাইলসহ যুবক আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৫
‘বিশ্ব ইজতেমায় চুরি হওয়া’ ৪৯ মোবাইলসহ যুবক আটক

বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে চুরি হওয়া ৪৯টি মোবাইল ফোনসহ মো. সোহাগ হোসেন ওরফে ছোট বুদেকে (২৪) আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে ১টায় উপজেলার চুপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। বিশ্ব ইজতেমা থেকে মোবাইলগুলো চুরি হয়েছে বলে জানায় পুলিশ। 

আটক যুবক বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। সোমবার বিকেল ৪টার দিকে শাজাহানপুর থানায় আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। 

পুলিশ জানায়, বগুড়া বাজারে চোরাই মোবাইল ফোন বিক্রি করতে যান সোহাগ। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সোহাগ জানান গাজিপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতে মগ্ন ছিলেন। এই সুযোগে কিছু মুসল্লির কাছে থাকা থাকা ৪৯টি মোবাইল ফোন চুরি করেন তিনি। পরে বড়পাথার গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে চলে যান তিনি। 

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। মোবাইল চুরির ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত