Ajker Patrika

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুল আলম বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আজাহার আলী। তিনি রাজশাহী এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল জলিলের ছেলে। 

আইনজীবী আখতারুল আলম বাবু আজকের পত্রিকাকে বলেন, ’ আজাহার আলী (৫৫) প্রায়ই তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন করতেন। ২০২০ সালের ১৩ এপ্রিল তিনি কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।’ 

তিনি আরও বলেন, ‘এই মামলায় আদালত আজ রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ থেকে এ জরিমানার টাকা আদায় করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত