Ajker Patrika

বগুড়ায় কলেজছাত্রকে ডেকে নিয়ে খুন, ৫ বন্ধুর যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কলেজছাত্রকে ডেকে নিয়ে খুন, ৫ বন্ধুর যাবজ্জীবন

বগুড়ায় এক কলেজছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের দায়ে পাঁচ বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিব মণ্ডল আজ রোববার বিকেলে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া শহরতলীর আকাশতারা গ্রামের শ্রী দেবের ছেলে সোনা, সদর উপজেলার মেঘাগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহ আলম, শহরের উত্তর চেলোপাড়ার সুবাশ চন্দ্র দাসের ছেলে রিপন দাস, লক্ষিন্দর চৌধুরীর ছেলে সম্পদ চৌধুরী ও সদর উপজেলার সাবগ্রাম উত্তর পাড়ার তোজাম্মেল হকের ছেলে আব্দুল মালেক। আসামিদের মধ্যে সোনা ও শাহ আলম পলাতক রয়েছে।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী নাসিমুল করিম বলেন, সদর উপজেলার সাবগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আরিফুর রহমান ২০১৪ সালে বগুড়া কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়তেন। পাশাপাশি সংসারের ব্যয় নির্বাহের জন্য অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। 

ওই বছরের ৩০ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে আরিফুলের বন্ধু শাহ আলম ও রিপন তাকে একটি পুরাতন অটোরিকশা বিক্রি করবে বলে জানায়। সেই অটোরিকশা কেনার জন্য দুই বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে নগদ টাকাসহ আরিফুল বেরিয়ে যায়। সারা রাত সে বাড়ি ফেরেনি। পরদিন সকালে তাদের বাড়ির অদূরে একটি কলাবাগানে আরিফুলের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় আরিফুলের মা খোতেজা বেওয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত