Ajker Patrika

কচুরিপানার ভেতর পাশাপাশি ২ যুবকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে কচুরিপানার মধ্য থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনে লাশ পাশাপাশি পড়ে ছিল। তাঁরা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের বেড়াদহ বেইলি সেতু এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ শেখ (১৯)।

নিহত হৃদয় শেখের ভাই ইসমাইল হোসেন বলেন, ‘গত রোববার রাত থেকে হৃদয় ও রিয়াজ নিখোঁজ ছিলেন। আমরা আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ করি। না পেয়ে পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ বিকেলে এলাকার লোকজন আমার ভাইসহ দুজনের লাশ পড়ে থাকতে দেখে খবর দেন। ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।’

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, হৃদয় ও রিয়াজকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত