Ajker Patrika

ধুনটে বাঁশ বাগানে সন্তান প্রসব, মা ও নবজাতক শঙ্কামুক্ত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে বাঁশ বাগানে সন্তান প্রসব, মা ও নবজাতক শঙ্কামুক্ত

বগুড়ার ধুনট উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী বাঁশ বাগানের ভেতর সন্তান প্রসব করেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বথুয়াবাড়ি গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওই বুদ্ধি প্রতিবন্ধী মা ও তাঁর নবজাতক সন্তানকে উদ্ধার করেছে থানা-পুলিশ।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে পরিচয় বলতে না পারা ওই বুদ্ধি প্রতিবন্ধী নারী উপজেলার বথুয়াবাড়ি এলাকায় আসেন। সে নিজের নাম বলেছেন মর্জিনা। এর বেশি কিছু সে বলতে পারে না।

বথুয়াবাড়ি গ্রামের আব্দুর রসিদ নামে এক কৃষকরে বাড়ির পাশে বাঁশ বাগানের ভেতর গত চার দিন ধরে আশ্রয় নেন তিনি। ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ায় বাঁশ বাগানের পাশের বাসিন্দারা তাঁকে তিন বেলা খাবার দিত। এ অবস্থায় শনিবার সকালের দিকে বাঁশ বাগান থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরা গিয়ে দেখেন মর্জিনা একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে তাঁকে নিয়ে বসে আছে। স্থানীয় লোকজন ওই নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ করেন। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী মর্জিনা তাঁর সন্তানকে দিতে রাজি হয়নি। সংবাদ পেয়ে মা ও তাঁর সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে মা ও তাঁর সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁরা উভয়ই সুস্থ রয়েছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মা ও নবজাতককে উদ্ধার করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত