নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন। নামিয়ে ফেলা হয় সেলুনের শাটার। এরপর ২ কিলোমিটার এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ৪ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের দড়িখড়বোনা এলাকায় মহানগর মহিলা দলের সহক্রীড়া সম্পাদক লাভলী খাতুনের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। দড়িখড়বোনা মোড়ে পুলিশ আসে ৭টার মধ্যে, কিন্তু সংঘর্ষ থামাতে পারেনি। রাত ১১টার দিকে সংঘর্ষ শেষ হলে সেনাবাহিনীর পাঁচটি গাড়ি আসে।
এ সংঘর্ষে আহত হন চার ব্যক্তি এবং পুড়িয়ে দেওয়া হয় তিনটি মোটরসাইকেল। এর মধ্যে একটি মোটরসাইকেল আজকের পত্রিকার রাজশাহীর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের। সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। মোটরসাইকেলটি রাখা ছিল সড়কের পাশে। একটি পক্ষ তাতে আগুন ধরিয়ে দেয়। মূলত মহিলা দল নেত্রী লাভলী ও নগর যুবদলের সাবেক সদস্যসচিব মারুফ হোসেন জীবনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জীবন একই এলাকার বাসিন্দা।
পুলিশের নিষ্ক্রিয় থাকার বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান কোনো জবাব দেননি। তিনি বলেছেন, সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
আ.লীগ নেতাকে ধরানো নিয়ে দ্বন্দ্ব
ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথী খাতুন একটি মামলা করেন। বিথী আর লাভলী ঘনিষ্ঠ বান্ধবী। এ মামলায় নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু ও তাঁর ভাই সাব্বির বাবুকে আসামি করা হয়। তাঁরা কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে থাকেন। গত বৃহস্পতিবার লাভলী লোকজন নিয়ে ওই ফ্ল্যাট ঘেরাও করেন। পরে যৌথ বাহিনী অভিযান চালালে মোস্তাককে পাওয়া যায়নি। তবে গভীর রাতে তাঁর ভাই সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ধরানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। এর জেরে বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে লাভলীর অভিযোগ।
আত্মরক্ষায় সেলুনে ঢোকে পুলিশ
প্রত্যক্ষদর্শীরা জানান, লাভলীর বাড়িতে হামলার পর সাত-আটজন পুলিশ সদস্য আসেন দড়িখড়বোনা মোড়ে। তাঁরা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তখন পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল ফুটলে পুলিশ দড়িখড়বোনা মোড়ের একটি সেলুনে ঢুকে ভেতর থেকে শাটার লাগিয়ে দেয়। এরপর রাত ১১টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আর কোনো ভূমিকা দেখা যায়নি। সংঘর্ষ থেমে যাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের এলাকায় দেখা যায়। এর আগে এই সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের নগর বিশেষ শাখার (সিটি এসবি) তোফাজ্জল হোসেন ইটের আঘাতে আহত হন। কানে গুলি লাগে রনি নামের রেলওয়ের এক কর্মচারীর। এ ছাড়া বাড়িতে হামলায় মহিলা দল নেত্রী লাভলী ও তাঁর আড়াই বছর বয়সী নাতনি লামিয়া আহত হয়।
লাভলী জানান, চিকিৎসা শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি মামলা করবেন। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে। শীর্ষ নেতাদের জানানোর বিষয়টি জানিয়েছেন সাবেক যুবদল নেতা জীবনও।
রাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন। নামিয়ে ফেলা হয় সেলুনের শাটার। এরপর ২ কিলোমিটার এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ৪ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের দড়িখড়বোনা এলাকায় মহানগর মহিলা দলের সহক্রীড়া সম্পাদক লাভলী খাতুনের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। দড়িখড়বোনা মোড়ে পুলিশ আসে ৭টার মধ্যে, কিন্তু সংঘর্ষ থামাতে পারেনি। রাত ১১টার দিকে সংঘর্ষ শেষ হলে সেনাবাহিনীর পাঁচটি গাড়ি আসে।
এ সংঘর্ষে আহত হন চার ব্যক্তি এবং পুড়িয়ে দেওয়া হয় তিনটি মোটরসাইকেল। এর মধ্যে একটি মোটরসাইকেল আজকের পত্রিকার রাজশাহীর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের। সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। মোটরসাইকেলটি রাখা ছিল সড়কের পাশে। একটি পক্ষ তাতে আগুন ধরিয়ে দেয়। মূলত মহিলা দল নেত্রী লাভলী ও নগর যুবদলের সাবেক সদস্যসচিব মারুফ হোসেন জীবনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জীবন একই এলাকার বাসিন্দা।
পুলিশের নিষ্ক্রিয় থাকার বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান কোনো জবাব দেননি। তিনি বলেছেন, সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
আ.লীগ নেতাকে ধরানো নিয়ে দ্বন্দ্ব
ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথী খাতুন একটি মামলা করেন। বিথী আর লাভলী ঘনিষ্ঠ বান্ধবী। এ মামলায় নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু ও তাঁর ভাই সাব্বির বাবুকে আসামি করা হয়। তাঁরা কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে থাকেন। গত বৃহস্পতিবার লাভলী লোকজন নিয়ে ওই ফ্ল্যাট ঘেরাও করেন। পরে যৌথ বাহিনী অভিযান চালালে মোস্তাককে পাওয়া যায়নি। তবে গভীর রাতে তাঁর ভাই সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ধরানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। এর জেরে বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে লাভলীর অভিযোগ।
আত্মরক্ষায় সেলুনে ঢোকে পুলিশ
প্রত্যক্ষদর্শীরা জানান, লাভলীর বাড়িতে হামলার পর সাত-আটজন পুলিশ সদস্য আসেন দড়িখড়বোনা মোড়ে। তাঁরা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তখন পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল ফুটলে পুলিশ দড়িখড়বোনা মোড়ের একটি সেলুনে ঢুকে ভেতর থেকে শাটার লাগিয়ে দেয়। এরপর রাত ১১টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আর কোনো ভূমিকা দেখা যায়নি। সংঘর্ষ থেমে যাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের এলাকায় দেখা যায়। এর আগে এই সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের নগর বিশেষ শাখার (সিটি এসবি) তোফাজ্জল হোসেন ইটের আঘাতে আহত হন। কানে গুলি লাগে রনি নামের রেলওয়ের এক কর্মচারীর। এ ছাড়া বাড়িতে হামলায় মহিলা দল নেত্রী লাভলী ও তাঁর আড়াই বছর বয়সী নাতনি লামিয়া আহত হয়।
লাভলী জানান, চিকিৎসা শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি মামলা করবেন। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে। শীর্ষ নেতাদের জানানোর বিষয়টি জানিয়েছেন সাবেক যুবদল নেতা জীবনও।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমিসংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
৪ মিনিট আগেপদত্যাগের ঘোষণা দিয়ে কখনো আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার কথা বললেন পটুয়াখালীর দশমিনার রনগোপালদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আছেন এক যুগেরও বেশি।
৭ মিনিট আগেবিক্ষোভকারীরা ‘আদালতের রায় বাস্তবায়নে অবিলম্বে শপথ চাই’ এবং ‘শপথ পাঠে গড়িমসি, মানি না মানব না’ ইত্যাদি স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাঁকে এখনো শপথ করানো হয়নি?
৩৬ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজারের পাশে হাবুর খাল দখল করে গড়ে তোলা ২৬টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
৩৮ মিনিট আগে