Ajker Patrika

শিবগঞ্জে স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৫: ১৬
শিবগঞ্জে স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবদুল করিম উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে এবং হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, আবদুল করিম গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত