বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি খুঁজতে গিয়ে ঘরের দরজা ও টিনের বেড়া ভাঙচুরে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলী উপজেলার চাকলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জামাই গুলজার রহমান নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য।
১৩ ডিসেম্বর গাবতলী থানা মোড়ে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর নামে মামলা করেছে।
বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাবতলী থানা-পুলিশের ১৫-২০ জনের একটি দল বাড়ির টিনের বেড়া এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সবাইকে ঘুম থেকে ডেকে তুলে গুলজারের খোঁজ করে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা আমাকে বারবার ধমক দিয়ে জামাই কোথায় আছে জানতে চায়? তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে লাঞ্ছিত করে চলে যায়।’
যুবদল নেতা গুলজার রহমান বলেন, ‘গত ১১ ডিসেম্বর রাতে পুলিশ চাকলা গ্রামে আমার বাড়িতে যায়। আমাকে না পেয়ে আমার ছোট ভাই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র রেজা মিয়াকে ধরে নিয়ে যায়। এ সময় পুলিশ বাড়ির উঠানে রান্না জায়গায় রাখা চুলা ও হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। পরে অটোরিকশা ভাঙচুরের মামলায় চালান করে।’ তিনি আরও বলেন, ‘আমার ভাই লেখাপাড়ার পাশাপাশি ওয়ালটন শো-রুমে চাকরি করে। তার নামে কোনো মামলা ছিল না।’
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি ধরতে গিয়ে ভাঙচুরের ঘটনা জানা নাই।’ তিনি বলেন, ‘আসামি ধরতে গিয়ে ভাঙচুর করার কথা না।’
বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি খুঁজতে গিয়ে ঘরের দরজা ও টিনের বেড়া ভাঙচুরে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলী উপজেলার চাকলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জামাই গুলজার রহমান নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য।
১৩ ডিসেম্বর গাবতলী থানা মোড়ে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর নামে মামলা করেছে।
বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাবতলী থানা-পুলিশের ১৫-২০ জনের একটি দল বাড়ির টিনের বেড়া এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সবাইকে ঘুম থেকে ডেকে তুলে গুলজারের খোঁজ করে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা আমাকে বারবার ধমক দিয়ে জামাই কোথায় আছে জানতে চায়? তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে লাঞ্ছিত করে চলে যায়।’
যুবদল নেতা গুলজার রহমান বলেন, ‘গত ১১ ডিসেম্বর রাতে পুলিশ চাকলা গ্রামে আমার বাড়িতে যায়। আমাকে না পেয়ে আমার ছোট ভাই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র রেজা মিয়াকে ধরে নিয়ে যায়। এ সময় পুলিশ বাড়ির উঠানে রান্না জায়গায় রাখা চুলা ও হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। পরে অটোরিকশা ভাঙচুরের মামলায় চালান করে।’ তিনি আরও বলেন, ‘আমার ভাই লেখাপাড়ার পাশাপাশি ওয়ালটন শো-রুমে চাকরি করে। তার নামে কোনো মামলা ছিল না।’
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি ধরতে গিয়ে ভাঙচুরের ঘটনা জানা নাই।’ তিনি বলেন, ‘আসামি ধরতে গিয়ে ভাঙচুর করার কথা না।’
রাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মাৎ ইয়াসমিন আলম ও তাঁর মেয়ে ইরিনা আলম তানহাকে খুনের দায়ে সৎছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।
৬ মিনিট আগেতিনি জানান, সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
১০ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে রাতের অন্ধকারে রড ছাড়াই আরসিসি সড়কে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে কাজ ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকেরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাজমার বাড়ির সামনে থেকে নাড়িকেলবাড়ী খামার সরকারি
১ ঘণ্টা আগেখুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইয়াহিয়া শেখ নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে