রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কলেজ কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক মওদুদের বিষয়ে কোনো...
২৭ মিনিট আগেনেছারাবাদের বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। নেছারাবাদের শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুল আলম জিসানের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার (৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে...
৩৭ মিনিট আগে