রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
৩ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
৩১ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
১ ঘণ্টা আগেঢাকা থেকে খুলনায় আনা দেশি-বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেট কারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গাড়িটির মালিক একজন সাবেক সচিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা সেতুর টোল প্লাজায় চালানটি জব্দ করে।
১ ঘণ্টা আগে