Ajker Patrika

শিবগঞ্জে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২: ০০
শিবগঞ্জে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চালক মো. মিরাজ হোসেন (২২) নিহত হন। এ ঘটনায় আহত হন চালকের সহকারী। আজ শুক্রবার ভোরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা ওভারপাস ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈগাড়ী গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। 

স্থানীয়রা জানান, ওভার পাস ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী মেসার্স গাজীপুর ট্রান্সপোর্ট এজেন্সির কার্গো কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যান কার্গো কাভার্ড ভ্যানের চালক মিরাজ। এ সময় চালকের সহকারী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈগাড়ী গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান (৩০) আহত হন। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত আতিয়ার রহমান গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত