Ajker Patrika

৯ দফা দাবিতে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
৯ দফা উত্থাপন করে সংস্কারের দাবিতে রোববার দুপুরে প্রশাসনিক ভবন ঘেরাও করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
৯ দফা উত্থাপন করে সংস্কারের দাবিতে রোববার দুপুরে প্রশাসনিক ভবন ঘেরাও করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

৯ দফা উত্থাপন করে সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে এই ৯ দফা দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে প্রশাসনের নীরব ভূমিকার কারণে এবার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

তাঁদের দাবিগুলো হলো—পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ, ক্যাম্পাসে সপ্তাহে সাত দিনে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা, মেডিকেল সেন্টারকে ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেলে উন্নীতকরণ, প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা, হল ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করা ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল দ্রুত ঘোষণা।

সমাবেশে রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এই ৯ দফা শিক্ষার্থীদের ন্যায্য ও সময়োপযোগী দাবি। এগুলো বাস্তবায়ন করতে শুধু সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করছি—দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি আসবে।

প্রসঙ্গত, গত ২৫ মে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি উত্থাপন করা হয়। তারপর গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত