Ajker Patrika

বাগমারায় এমপি এনামুলের গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২২: ২০
বাগমারায় এমপি এনামুলের গাড়িবহরে হামলা

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এমপি এনামুল হক অল্পের জন্য রক্ষা পেলেও তার দুই কর্মী আহত হয়েছেন। আজ রোববার রাতে বাগমারার দ্বীপপুর ইউনিয়নের নানসর মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। 

এ সময় এমপি এনামুল হক তাদের কাছে অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রার্থীর সমর্থকেরা দেশীয়-অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল।’ অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে চার-পাঁচটি গাড়ি নিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছিলেন এমপি এনামুল হক। নানসর মাদ্রাসা মোড়ে এই গাড়িবহরকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন কর্মী-সমর্থকেরা। গাড়িবহরটি বাজারে গিয়ে থামলে এনামুলের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু নৌকার সমর্থকেরা। 

এ সময় এমপি এনামুল হক গাড়ি থেকে নেমে একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। হামলায় মো. সুইট (৩৫) ও মজিবর রহমান (৪০) নামের দুজনের ইটের আঘাতে মাথা ফেটে গেছে। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

অভিযোগের বিষয়ে কথা বলতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের মোবাইল ফোন করলে তিনি রিসিভ করেননি। পরে ‘আই অ্যাম অন মাই ওয়ে’ লিখে প্রতিবেদককে একটি এসএমএস পাঠান। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সব পক্ষকেই তারা শান্ত থাকতে বলেছেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সুষ্ঠু করতে তারা কাজ করছেন। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এর আগে রাজশাহী-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এনামুল হক ২০০৮ সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনের প্রচারণা শুরুর পর নানা রকম হুমকি-ধমকি আর হামলার কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অন্তত ১০টি অভিযোগ করেছেন। এ আসনের নির্বাচনে টান টান উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে দুই প্রার্থীর সঙ্গেই একজন করে গানম্যান বরাদ্দ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত