শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিবেশী মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রীকে কোপ দিয়ে ডান হাতের রগ ও হাড় কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত আস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাসিড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করিয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে আবারও হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থী হলেন ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আরবি আকতার (২১)। তিনি ফুলতলা মাদ্রাসার ফাজিল শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত যুবক গোলাম রব্বানী (২৭) একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, আরবি আকতারের খালাতো ভাই রডমিস্ত্রি আশরাফুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব ছিল গোলাম রব্বানীর। সম্প্রতি আশরাফুল ও গোলাম রব্বানীর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উপজেলার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলের বাড়িতে তাঁকে মারতে যান। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে বাড়ির গেট খুলে বের হন আরবি আকতার। গোলাম রব্বানী এ সময় আরবি আকতারের ডান হাতে কোপ দিয়ে আহত করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না আশরাফুল। উপস্থিত লোকজন প্রথমে রব্বানীকে আটকে রাখলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান।
আরবি আকতারের বড় বোন রোকেয়া আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাম রব্বানী মাদকাসক্ত। আমার খালাতো ভাই আশরাফুলের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। সেই টাকা দিচ্ছেন না। টাকা চাইলে আশরাফুলের ওপরে ক্ষিপ্ত হন তিনি। কয়েক দিন আগে আশরাফুলের সঙ্গে রব্বানীর হাতাহাতিও হয়। এর জের ধরে মঙ্গলবার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলকে মারতে আসেন। আমার বোন গেট খুলে বাইরে আসার সঙ্গে সঙ্গে রব্বানী কোপ দেন। আমার বোনের সঙ্গে কিংবা আমাদের পরিবারের অন্য কারও সঙ্গে রব্বানীর কোনো বিরোধ ছিল না। ঘটনার সময় আশরাফুলও বাড়িতে ছিল না।’
আরবি আকতারের মামাতো ভাই আল আমিন বলেন, ‘মেয়েটার চিকিৎসার জন্য এখন অনেক টাকা লাগবে। একবার অপারেশন করা হয়েছে। আবারও অপারেশন করতে হবে। হাত ভালো হবে চিকিৎসকেরা এমন নিশ্চয়তাও দিতে পারছেন না। অনেক রক্তক্ষরণ হয়েছে।’
এ ঘটনায় কথা বলতে গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকজন বলছে, কেন এ ঘটনা ঘটল, সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আরবি আকতারের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে রব্বানীকে আসামি করা হয়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিবেশী মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রীকে কোপ দিয়ে ডান হাতের রগ ও হাড় কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত আস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাসিড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করিয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে আবারও হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থী হলেন ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আরবি আকতার (২১)। তিনি ফুলতলা মাদ্রাসার ফাজিল শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত যুবক গোলাম রব্বানী (২৭) একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, আরবি আকতারের খালাতো ভাই রডমিস্ত্রি আশরাফুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব ছিল গোলাম রব্বানীর। সম্প্রতি আশরাফুল ও গোলাম রব্বানীর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উপজেলার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলের বাড়িতে তাঁকে মারতে যান। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে বাড়ির গেট খুলে বের হন আরবি আকতার। গোলাম রব্বানী এ সময় আরবি আকতারের ডান হাতে কোপ দিয়ে আহত করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না আশরাফুল। উপস্থিত লোকজন প্রথমে রব্বানীকে আটকে রাখলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান।
আরবি আকতারের বড় বোন রোকেয়া আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাম রব্বানী মাদকাসক্ত। আমার খালাতো ভাই আশরাফুলের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। সেই টাকা দিচ্ছেন না। টাকা চাইলে আশরাফুলের ওপরে ক্ষিপ্ত হন তিনি। কয়েক দিন আগে আশরাফুলের সঙ্গে রব্বানীর হাতাহাতিও হয়। এর জের ধরে মঙ্গলবার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলকে মারতে আসেন। আমার বোন গেট খুলে বাইরে আসার সঙ্গে সঙ্গে রব্বানী কোপ দেন। আমার বোনের সঙ্গে কিংবা আমাদের পরিবারের অন্য কারও সঙ্গে রব্বানীর কোনো বিরোধ ছিল না। ঘটনার সময় আশরাফুলও বাড়িতে ছিল না।’
আরবি আকতারের মামাতো ভাই আল আমিন বলেন, ‘মেয়েটার চিকিৎসার জন্য এখন অনেক টাকা লাগবে। একবার অপারেশন করা হয়েছে। আবারও অপারেশন করতে হবে। হাত ভালো হবে চিকিৎসকেরা এমন নিশ্চয়তাও দিতে পারছেন না। অনেক রক্তক্ষরণ হয়েছে।’
এ ঘটনায় কথা বলতে গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকজন বলছে, কেন এ ঘটনা ঘটল, সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আরবি আকতারের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে রব্বানীকে আসামি করা হয়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে