Ajker Patrika

নভেম্বরে হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন

রাবি প্রতিনিধি
নভেম্বরে হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে’ অনিবার্য কারণবশত’ সমাবর্তনের তারিখ পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বিশ্ববিদালয়ের দ্বাদশ সমাবর্তন-২০২৩ সালের নভেম্বর মাসে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। সমাবর্তনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘একটা সমাবর্তনের আয়োজন করতে কমপক্ষে ৬০ দিন সময় প্রয়োজন পড়ে। এখনো আমরা রাষ্ট্রপতির ডেট পাইনি। তাই আপাতত সমাবর্তনের তারিখ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশ পেলে আমরা পরবর্তীতে তারিখ জানিয়ে দেব।’ 

এর আগে, গত ৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নভেম্বর মাসে সমাবর্তন হবে বলে ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে দেশের রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের সভাপতিত্ব করার কথা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত