Ajker Patrika

বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, আটক ১

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ২২: ০৩
বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, আটক ১

বগুড়ায় গোলাম রব্বানী (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ধাওয়া করে ধারালো অস্ত্রসহ শান্ত মাহমুদ (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

আজ সোমবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে। 

শান্ত আশোকলা গ্রামের স্বপন মিয়ার ছেলে। আহত গোলাম রব্বানী নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি গ্রামের ধলু মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক। 

নুনগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, শান্ত মাহমুদ নামের ওই যুবক ছাড়াও আরও তিন-চারজন হঠাৎ গোলাম রব্বানীর ওপর হামলা করে চায়নিজ কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশু ও আহত হন। তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেছে। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করলে পালানোর সময় চায়নিজ কুড়ালসহ শান্তকে আটক করা হয়।

শাহ আলম আরও বলেন, গোলাম রব্বানীকে পা ও কোমরে কোপানো হয়। তাঁর অবস্থা গুরুতর। মিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। কী কারণে গোলাম রব্বানীর ওপর হামলা করা হলো নিশ্চিত হওয়া যায়নি। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় দ্বন্দ্বের জেরে হামলা করা হয়েছে। আটককৃত মিশু পুলিশের হেফাজতে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত