Ajker Patrika

ডাচ্‌-বাংলা এজেন্টের ২ কর্মচারীকে ২৮ লাখ টাকাসহ অপহরণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২: ১৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ্‌-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া শহরের সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন—উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। তাঁরা দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, মামুন ও মিরাজ মোটরসাইকেলে ২৮ লাখ টাকা নিয়ে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। তাঁরা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫-৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।

পরিদর্শক নিয়ামুল হক বলেন, অপহরণের তথ্যটি জানার পর আমরা দুই কর্মচারী ও টাকা উদ্ধারে অভিযান চালাই। অভিযান চলাকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে নিয়ামতপুর সড়কের পাশ থেকে ওই দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলছেন, অপহরণকারীরা ২৮ লাখ টাকা নিয়ে তাঁদের মহাসড়কের পাশে ফেলে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত