বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর মাদকসেবী বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় স্কুলছাত্রের বাবা রাজ্জাকুল কবীর বিদ্যুৎ বাদী হয়ে আজ বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন—ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান বিজয় ও ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ইবু মিয়া, সজীব হাসান, নাজমুল হাসান, রিমন হোসেন, সোহাগ মিয়া ও রতন।
ওই ছাত্রের মা বলেন, বুধবার বেলা ১২টার দিকে ছাত্রলীগ নেতা বিজয় কল দিয়ে স্কুল থেকে ডেকে নেয়। পরে অন্য নেতা-কর্মীরা তাঁকে মোটরসাইকেলে তুলে মালো পাড়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে যান। সেখানে তাঁর দুই হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে মারধর করেন। মাদকসেবন করে মর্মে স্বীকারোক্তি আদায় করে এর ভিডিও ধারণ করেন।
ওই ছাত্রের মা আরও বলেন, ভিডিও ধারণের পর স্কুলব্যাগে গাঁজা, গাঁজা কাটার সরঞ্জাম দিয়ে মোটরসাইকেল থানায় রেখে ছাত্রলীগের নেতা-কর্মীরা সটকে পড়েন। ঘটনাটি পুলিশের সন্দেহ হলে থানা থেকে ছাত্রলীগের নেতাদের ডাকা হলেও তাঁরা আসেননি। পরে ওই স্কুলছাত্রের মাকে থানায় ডেকে তাঁর জিম্মায় দেওয়া হয়।
‘থানা থেকে ওই ছাত্রকে নেওয়ার সময় দেখতে পারি তার নাক দিয়ে রক্ত ঝরছে। পরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসক মাহমুদুল হাসান আমার ছেলেকে দেখে বলেন তার মাথা ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক এক্স-রে এবং সিটিস্ক্যান করার পরামর্শ দেন।’ যুক্ত করেন ভুক্তভোগী ছাত্রের মা।
এদিকে ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ বলেন, ‘ওই স্কুলছাত্র আমাদের মহল্লায় এসে গাঁজা সেবন করে। এ ছাড়াও আমাকে হত্যার হুমকি দেওয়ায় তাকে ধরে থানায় সোপর্দ করেছি। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার স্কুল ব্যাগ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।’ ওই ছাত্রকে মারধর করা হয়নি বলে দাবি করেন ছাত্রলীগ নেতা সোহাগ।
অপরদিকে ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান বিজয় বলেন, গাঁজা সেবন, মেয়েদের উত্ত্যক্ত করা ছাড়াও ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ওই স্কুলছাত্রের বিরুদ্ধে। এ কারণে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে চড়-থাপ্পড় দিয়েছেন। তার ব্যাগে গাঁজা পাওয়া যাওয়ায় থানায় সোপর্দ করা হয়।
মামলার বাদী ও স্কুলছাত্রের বাবা বলেন, ‘বুধবার রাতেই আমি থানায় মামলা করতে যাই। কিন্তু ওসি মামলা নেননি। এ কারণে আদালতে মামলা দায়ের করি। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মমিন তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।’
ধুনট থানার ওসি রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগ নেতাদের গালি দেওয়ায় ওই স্কুলছাত্রকে থানায় নিয়ে আসে। তার ব্যাগে গাঁজা কিংবা কোনো মাদক পাওয়া যায়নি। পরে তার অভিভাবকে ডেকে তাঁদের জিম্মায় দেওয়া হয়।
বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর মাদকসেবী বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় স্কুলছাত্রের বাবা রাজ্জাকুল কবীর বিদ্যুৎ বাদী হয়ে আজ বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন—ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান বিজয় ও ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ইবু মিয়া, সজীব হাসান, নাজমুল হাসান, রিমন হোসেন, সোহাগ মিয়া ও রতন।
ওই ছাত্রের মা বলেন, বুধবার বেলা ১২টার দিকে ছাত্রলীগ নেতা বিজয় কল দিয়ে স্কুল থেকে ডেকে নেয়। পরে অন্য নেতা-কর্মীরা তাঁকে মোটরসাইকেলে তুলে মালো পাড়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে যান। সেখানে তাঁর দুই হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে মারধর করেন। মাদকসেবন করে মর্মে স্বীকারোক্তি আদায় করে এর ভিডিও ধারণ করেন।
ওই ছাত্রের মা আরও বলেন, ভিডিও ধারণের পর স্কুলব্যাগে গাঁজা, গাঁজা কাটার সরঞ্জাম দিয়ে মোটরসাইকেল থানায় রেখে ছাত্রলীগের নেতা-কর্মীরা সটকে পড়েন। ঘটনাটি পুলিশের সন্দেহ হলে থানা থেকে ছাত্রলীগের নেতাদের ডাকা হলেও তাঁরা আসেননি। পরে ওই স্কুলছাত্রের মাকে থানায় ডেকে তাঁর জিম্মায় দেওয়া হয়।
‘থানা থেকে ওই ছাত্রকে নেওয়ার সময় দেখতে পারি তার নাক দিয়ে রক্ত ঝরছে। পরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসক মাহমুদুল হাসান আমার ছেলেকে দেখে বলেন তার মাথা ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক এক্স-রে এবং সিটিস্ক্যান করার পরামর্শ দেন।’ যুক্ত করেন ভুক্তভোগী ছাত্রের মা।
এদিকে ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ বলেন, ‘ওই স্কুলছাত্র আমাদের মহল্লায় এসে গাঁজা সেবন করে। এ ছাড়াও আমাকে হত্যার হুমকি দেওয়ায় তাকে ধরে থানায় সোপর্দ করেছি। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার স্কুল ব্যাগ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।’ ওই ছাত্রকে মারধর করা হয়নি বলে দাবি করেন ছাত্রলীগ নেতা সোহাগ।
অপরদিকে ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান বিজয় বলেন, গাঁজা সেবন, মেয়েদের উত্ত্যক্ত করা ছাড়াও ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ওই স্কুলছাত্রের বিরুদ্ধে। এ কারণে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে চড়-থাপ্পড় দিয়েছেন। তার ব্যাগে গাঁজা পাওয়া যাওয়ায় থানায় সোপর্দ করা হয়।
মামলার বাদী ও স্কুলছাত্রের বাবা বলেন, ‘বুধবার রাতেই আমি থানায় মামলা করতে যাই। কিন্তু ওসি মামলা নেননি। এ কারণে আদালতে মামলা দায়ের করি। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মমিন তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।’
ধুনট থানার ওসি রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগ নেতাদের গালি দেওয়ায় ওই স্কুলছাত্রকে থানায় নিয়ে আসে। তার ব্যাগে গাঁজা কিংবা কোনো মাদক পাওয়া যায়নি। পরে তার অভিভাবকে ডেকে তাঁদের জিম্মায় দেওয়া হয়।
রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
২৯ মিনিট আগেরাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ এলাকায় একযোগে তিনটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে আজ সকাল থেকে মোড়টি বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কগুলোতে প্রচণ্ড যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বৃদ্ধসহ নানা শ্রেণি ও বয়সের মানুষ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকেন্দ্রিক বড় কর্মসূচি হওয়ায়
১ ঘণ্টা আগেমাগুরার শালিখার হরিশপুর গ্রামের ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
১ ঘণ্টা আগেসাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার পর পুলিশের সাঁজোয়া যান এপিসির ওপর থেকে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার
১ ঘণ্টা আগে