নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫)। নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায় তাঁর বাড়ি। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সংঘর্ষের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বালিয়াপুকুর এলাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নেতা জানান, কাউন্সিলর মনিরুজ্জামানও আওয়ামী লীগ করেন। রাতে কাউন্সিলরের কার্যালয়ের সামনে তাঁর সঙ্গে তারিকুল ইসলাম তরিকের কথা-কাটাকাটি হচ্ছিল। বাসায় ঢুকে তিনি শোনেন, সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের কথা তিনি শুনেছেন। গোলাগুলির বিষয়টি তিনি জানতে পারেননি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, ‘আকরামুলের ডান পায়ে গুলি লেগেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। রোগী এখন অপারেশন থিয়েটারে আছেন।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘আহত আকরামুল কাউন্সিলর মনিরুজ্জামানের লোক। তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা পুলিশ জানে না। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ জানে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
রাজশাহীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫)। নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায় তাঁর বাড়ি। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সংঘর্ষের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বালিয়াপুকুর এলাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নেতা জানান, কাউন্সিলর মনিরুজ্জামানও আওয়ামী লীগ করেন। রাতে কাউন্সিলরের কার্যালয়ের সামনে তাঁর সঙ্গে তারিকুল ইসলাম তরিকের কথা-কাটাকাটি হচ্ছিল। বাসায় ঢুকে তিনি শোনেন, সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের কথা তিনি শুনেছেন। গোলাগুলির বিষয়টি তিনি জানতে পারেননি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, ‘আকরামুলের ডান পায়ে গুলি লেগেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। রোগী এখন অপারেশন থিয়েটারে আছেন।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘আহত আকরামুল কাউন্সিলর মনিরুজ্জামানের লোক। তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা পুলিশ জানে না। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ জানে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
খুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১২ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৪ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১৭ মিনিট আগে