Ajker Patrika

রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১০: ২৭
রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

রাজশাহীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। 

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫)। নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায় তাঁর বাড়ি। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সংঘর্ষের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বালিয়াপুকুর এলাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নেতা জানান, কাউন্সিলর মনিরুজ্জামানও আওয়ামী লীগ করেন। রাতে কাউন্সিলরের কার্যালয়ের সামনে তাঁর সঙ্গে তারিকুল ইসলাম তরিকের কথা-কাটাকাটি হচ্ছিল। বাসায় ঢুকে তিনি শোনেন, সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের কথা তিনি শুনেছেন। গোলাগুলির বিষয়টি তিনি জানতে পারেননি। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, ‘আকরামুলের ডান পায়ে গুলি লেগেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। রোগী এখন অপারেশন থিয়েটারে আছেন।’ 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘আহত আকরামুল কাউন্সিলর মনিরুজ্জামানের লোক। তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা পুলিশ জানে না। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ জানে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত