Ajker Patrika

অবৈধ অস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, রাজশাহী
অবৈধ অস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

ছয়টি অবৈধ অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল রোববার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার দুজন হলেন-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেখপাড়া গ্রামের কিবরিয়া রাজুর ছেলে মো. হৃদয় (২৭) এবং একই উপজেলার হামিদপাড়া গ্রামের আফাজের ছেলে শিশির (২০)। তাঁদের গ্রেপ্তারের পর সোমবার সকালে রাজশাহীতে র‍্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, শিশির ও হৃদয়ের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ হয়ে বগুড়ায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। 

লে. কর্নেল জিয়াউর রহমান আরও জানান, গ্রেপ্তার দুজন চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘ দিন ধরেই অস্ত্র কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত