শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে শিক্ষামন্ত্রী দীপু মনির নামে মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে একদল প্রতারক চক্র। বগুড়ার শিবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী এ প্রতারণার শিকার হয়েছেন। এ ছাড়া উপজেলার স্থানীয় এক সাংবাদিকের ফোনে এসএমএস পাঠিয়ে ও কল করে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করেছে চক্রটি।
জানা যায়, আজ বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে দৈনিক মানবজমিনের শিবগঞ্জ প্রতিনিধি খালিদ হাসানের ফোনে ০১৮১০-৮৫১৭৬১ নম্বর থেকে একটি খুদে বার্তা আসে। যেখানে লেখা ছিল 'প্রিয় শিক্ষার্থী করোনাভাইরাসের কারণে তোমাদের ফোনে ৪ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে। বিকাশ নম্বরে টাকা নিতে শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করো-০১৯৯০৮১৭১২৬, শিক্ষা মন্ত্রী দীপু মনি'।
প্রতারণার ফাঁদ বুঝতে পেরে তাঁদের কৌশল জানতে ওই নম্বরে যোগাযোগ করলে ব্যক্তিটি বলেন, বাংলাদেশ বোর্ড থেকে বলছি আপনার বিকাশ নম্বর দেন। এরপর নানা অসংলগ্ন কথা বলার পর বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে অতি দ্রুত কোডটি তাঁকে জানাতে বলেন হ্যাকার। মূলত ওই কোডটি অ্যাকাউন্ট লগইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম হাসানের নগদ অ্যাকাউন্ট হ্যাক করে উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুধু তামিমের টাকাই নয়, ওই প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশতাধিক খুদে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, আমার নিজের ভাতিজির উপবৃত্তির টাকাসহ প্রায় ৫০ জন শিক্ষার্থীর টাকা হ্যাক করে মেরে দিয়েছেন হ্যাকাররা। এ বিষয়ে কিছুদিনের মধ্যেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান বলেন, প্রথম দিকে কিছু অভিভাবকের অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটলেও বর্তমানে আমার দপ্তরে এমন অভিযোগ কেউ করেননি।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, নানাভাবে বিকাশ ও নগদ প্রতারকেরা গ্রাহকদের প্রতারণা করতে পারে। তবে কেউ প্রতারিত হলে থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।
উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে শিক্ষামন্ত্রী দীপু মনির নামে মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে একদল প্রতারক চক্র। বগুড়ার শিবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী এ প্রতারণার শিকার হয়েছেন। এ ছাড়া উপজেলার স্থানীয় এক সাংবাদিকের ফোনে এসএমএস পাঠিয়ে ও কল করে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করেছে চক্রটি।
জানা যায়, আজ বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে দৈনিক মানবজমিনের শিবগঞ্জ প্রতিনিধি খালিদ হাসানের ফোনে ০১৮১০-৮৫১৭৬১ নম্বর থেকে একটি খুদে বার্তা আসে। যেখানে লেখা ছিল 'প্রিয় শিক্ষার্থী করোনাভাইরাসের কারণে তোমাদের ফোনে ৪ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে। বিকাশ নম্বরে টাকা নিতে শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করো-০১৯৯০৮১৭১২৬, শিক্ষা মন্ত্রী দীপু মনি'।
প্রতারণার ফাঁদ বুঝতে পেরে তাঁদের কৌশল জানতে ওই নম্বরে যোগাযোগ করলে ব্যক্তিটি বলেন, বাংলাদেশ বোর্ড থেকে বলছি আপনার বিকাশ নম্বর দেন। এরপর নানা অসংলগ্ন কথা বলার পর বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে অতি দ্রুত কোডটি তাঁকে জানাতে বলেন হ্যাকার। মূলত ওই কোডটি অ্যাকাউন্ট লগইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম হাসানের নগদ অ্যাকাউন্ট হ্যাক করে উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুধু তামিমের টাকাই নয়, ওই প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশতাধিক খুদে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, আমার নিজের ভাতিজির উপবৃত্তির টাকাসহ প্রায় ৫০ জন শিক্ষার্থীর টাকা হ্যাক করে মেরে দিয়েছেন হ্যাকাররা। এ বিষয়ে কিছুদিনের মধ্যেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান বলেন, প্রথম দিকে কিছু অভিভাবকের অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটলেও বর্তমানে আমার দপ্তরে এমন অভিযোগ কেউ করেননি।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, নানাভাবে বিকাশ ও নগদ প্রতারকেরা গ্রাহকদের প্রতারণা করতে পারে। তবে কেউ প্রতারিত হলে থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।
নাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৭ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রিয়ার স্বামীর বাড়ি যায়। সেখানে তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিহত ব্যক্তির কবরের পাশে গিয়ে গার্ড অব...
১৭ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের নেতৃত্ব ও তাদের ক্ষমতায় আনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্র-জনতা, ঠিক তেমনি আগামী বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না।’
২৪ মিনিট আগেকারণ দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন ইউনিটেক্স স্টিলের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ কায়সার, পরিচালক বেলাল আহমেদ (এস আলমের জামাতা), পরিচালক মাইমুনা খানম (এস আলমের মেয়ে), পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম চৌধুরী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, ছেলে
২৯ মিনিট আগে