Ajker Patrika

রাজশাহীতে তাঁতী দল নেতাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে কয়েকটি গুলিও ছোড়া হয়।

আহত ব্যক্তির নাম পাপ্পু হোসেন (৪৫)। তিনি নগরের তাঁতী দলের রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে নিয়ে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন সিঅ্যান্ডবি মোড় থেকে সরে গিয়ে পাপ্পু নদীর ধারের দিকে চলে যান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রাচীরসংলগ্ন পদ্মাপাড় এলাকায় তাঁকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এ সময় সেখানে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দলেরই দুটি গ্রুপের মধ্যে গন্ডগোল। পাপ্পুর অবস্থা আশঙ্কাজনক, সবাই চিকিৎসার কাজে ব্যস্ত। তাই কেউ অভিযোগ করেনি। থানায় লিখিত অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত