Ajker Patrika

নাবিল গ্রুপের ৫৬০ বস্তা ডাল আত্মসাৎ: গ্রেপ্তার দুজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নাবিল গ্রুপের ৫৬০ বস্তা ডাল আত্মসাৎ: গ্রেপ্তার দুজন কারাগারে

রাজশাহীর নাবিল গ্রুপের ৫৬০ বস্তা ডাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। আজ বুধবার বিকেলে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন বরিশাল সদরের দুর্গাপুরের সাইফুল ইসলাম শুভ (২৪) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার উত্তর বার্টারার গ্রামের কবির হোসেন (৪২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর পবা থানা-পুলিশ গত রোববার ঢাকার তেজগাঁও থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। তাঁরা ট্রাকের চালক ও সহকারী সেজে ডাল নিয়ে গিয়েছিলেন। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর রাজশাহীর পবায় নাবিলের মিল থেকে ৫৬০ বস্তা মসুর ডাল ঢাকার সাভারের উদ্দেশে নিয়ে যান কবির ও সাইফুল। কিন্তু তাঁরা সাভারে ডাল পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেন। এ নিয়ে নাবিল গ্রুপের পক্ষ থেকে মামলা করা হয়। কবির ও সাইফুল নিজেদের ভিন্ন নাম জানিয়ে ও ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে ডাল নিয়ে গেলেও পুলিশের তদন্তে তাঁরা ধরা পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত