Ajker Patrika

পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৭ লাখ টাকা বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার পল্লী বিদ্যুৎ কার্যালয় সংযোগ বিচ্ছিন্ন করে। তবে বিদ্যুৎ কার্যালয় বলছে বকেয়া পরিশোধ করতে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও পৌর কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

জানা গেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া অঞ্চল) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দপ্তর ও সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেওয়া হয়। গত কয়েক মাসে এই তিনটি সংযোগ মিলে মোট বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ বলেন, পৌরসভায় কয়েকবার জানালেও তারা সাড়া দেয়নি। ফলে মঙ্গলবার সকালে শুধু পৌরসভার কার্যালয় বাদে সড়ক বাতি ব্যবহারের জন্য নেওয়া বাকি দুটি লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ ব্যাপারে পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি আমার জানা নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত