Ajker Patrika

রাজশাহীর নিউমার্কেট ও হকার্স মার্কেট ভেঙে হবে অত্যাধুনিক মার্কেট

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২২: ২১
Thumbnail image

রাজশাহী: রাজশাহীর নিউমার্কেট ও হকার্স মার্কেট ভেঙে নতুন অত্যাধুনিক বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গতকাল রোববার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রাসিক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন। সভায় সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্নয়নের পক্ষে মত দেন ব্যবসায়ীরা।

সভায় মেয়র বলেন, নিউমার্কেটের অবকাঠামো অনেক পুরোনো। আয়ুষ্কাল প্রায় শেষ পর্যায়ে। প্রায় ছয় বিঘা জায়গার ওপর নির্মিত মার্কেটটি এখন যুগোপযোগী নয়। সিটি করপোরেশনের আয় বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য সুন্দর পরিবেশ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য অত্যাধুনিক এ মার্কেট নির্মাণ করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নিয়েই পরিকল্পিতভাবে বহুতল মার্কেটটি নির্মাণ করা হবে।

রাসিক মেয়র আরও বলেন, ভবিষ্যতে নিউমার্কেট হবে উত্তরবঙ্গের আইকনিক টাওয়ার। এর মাধ্যমে রাজশাহী উত্তরবঙ্গের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। মার্কেটটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। মার্কেটের বর্তমান ব্যবসায়ীদেরও পুনর্বাসন করা হবে। মার্কেট নির্মাণের মধ্যবর্তী সময়ে নিউমার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ীদের পার্শ্ববর্তী দারুচিনি প্লাজায় সাময়িকভাবে স্থানান্তর করা হবে। মার্কেটের নির্মাণকাজ শেষ হলে তারা পুনরায় নিউমার্কেটে ফিরবেন।

সভায় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী লুলু, সাধারণ সম্পাদক মুনজুর হোসেন চুমকু, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি বেলাল আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত