Ajker Patrika

রাজশাহীতে পুলিশের কাছে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে পুলিশের কাছে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি দল নগর পুলিশে এ আবেদন করেন।

নগর পুলিশের সদর দপ্তর থেকে বেরিয়ে আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মেইন গেট থেকেই আমাদের আবেদন রিসিভ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী রাজশাহী শাখার নেতা শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড় থেকে দুপুর আড়াইটায় শুরু হয়ে, সাহেববাজার হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে।’ 

আমাদের অনুমতি না দেওয়া হলে দলীয় ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। 

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—জামায়াত নেতা সেলিম রেজা মাসুম, হাসালুন বান্না সোহাগ, মো. মিনহাজ, ফিরোজ কবির, মো. সালাউদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত