Ajker Patrika

রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে ‘বিতর্কিত’ বলছেন কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা

রাবি প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১: ৪১
রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে ‘বিতর্কিত’ বলছেন কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে কমিটিকে ‘বিতর্কিত’ উল্লেখ করে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একাধিক ছাত্রলীগ নেতা। আজ রোববার সকালে তাঁরা নিজেদের ফেসবুক টাইমলাইনে এ ঘোষণা দেন। 

এই ছাত্রলীগ নেতারা হলেন, পূর্বের কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন ওরফে কাজী লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, ধর্মবিষয়ক উপসম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয়, ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বণি প্রমুখ। নতুন কমিটিতে কাজী লিংকন ও অনিক মাহমুদ বণি পদ না পেলেও সরকার ডন ও দুর্জয় সহসভাপতির পদ পেয়েছেন। 

এ বিষয়ে নতুন কমিটির সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘যারা কোনো দিন রাজনীতি করেনি, যাদের ছাত্রত্ব নেই, ক্যাম্পাসে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা কিছুদিন আগেও সেলুনের ব্যবসা করত, তাদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছি।’ 

রাবি ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যায়ের সব স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। আমাদের সংগঠনের কতিপয় ছাত্রনেতা ও কর্মী কমিটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তাঁরা এই কমিটিকে অবাঞ্ছিত করার কেউ নন। এতে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা প্রতিহত করব।’ 

এর আগে গতকাল রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে রাবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৩৯ সদস্যের এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশের বিরুদ্ধেই নানা অভিযোগ থাকায় কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত