রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে কমিটিকে ‘বিতর্কিত’ উল্লেখ করে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একাধিক ছাত্রলীগ নেতা। আজ রোববার সকালে তাঁরা নিজেদের ফেসবুক টাইমলাইনে এ ঘোষণা দেন।
এই ছাত্রলীগ নেতারা হলেন, পূর্বের কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন ওরফে কাজী লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, ধর্মবিষয়ক উপসম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয়, ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বণি প্রমুখ। নতুন কমিটিতে কাজী লিংকন ও অনিক মাহমুদ বণি পদ না পেলেও সরকার ডন ও দুর্জয় সহসভাপতির পদ পেয়েছেন।
এ বিষয়ে নতুন কমিটির সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘যারা কোনো দিন রাজনীতি করেনি, যাদের ছাত্রত্ব নেই, ক্যাম্পাসে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা কিছুদিন আগেও সেলুনের ব্যবসা করত, তাদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
রাবি ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যায়ের সব স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। আমাদের সংগঠনের কতিপয় ছাত্রনেতা ও কর্মী কমিটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তাঁরা এই কমিটিকে অবাঞ্ছিত করার কেউ নন। এতে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা প্রতিহত করব।’
এর আগে গতকাল রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে রাবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৩৯ সদস্যের এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশের বিরুদ্ধেই নানা অভিযোগ থাকায় কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে কমিটিকে ‘বিতর্কিত’ উল্লেখ করে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একাধিক ছাত্রলীগ নেতা। আজ রোববার সকালে তাঁরা নিজেদের ফেসবুক টাইমলাইনে এ ঘোষণা দেন।
এই ছাত্রলীগ নেতারা হলেন, পূর্বের কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন ওরফে কাজী লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, ধর্মবিষয়ক উপসম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয়, ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বণি প্রমুখ। নতুন কমিটিতে কাজী লিংকন ও অনিক মাহমুদ বণি পদ না পেলেও সরকার ডন ও দুর্জয় সহসভাপতির পদ পেয়েছেন।
এ বিষয়ে নতুন কমিটির সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘যারা কোনো দিন রাজনীতি করেনি, যাদের ছাত্রত্ব নেই, ক্যাম্পাসে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা কিছুদিন আগেও সেলুনের ব্যবসা করত, তাদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
রাবি ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যায়ের সব স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। আমাদের সংগঠনের কতিপয় ছাত্রনেতা ও কর্মী কমিটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তাঁরা এই কমিটিকে অবাঞ্ছিত করার কেউ নন। এতে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা প্রতিহত করব।’
এর আগে গতকাল রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে রাবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৩৯ সদস্যের এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশের বিরুদ্ধেই নানা অভিযোগ থাকায় কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
১১ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৪১ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৪২ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে