Ajker Patrika

আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। তিনি বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই জনসভাকে স্বাগত জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জনসভাকে কেন্দ্র করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত অন্যায় ও নির্লজ্জভাবে আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। নেতা-কর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা দিচ্ছে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মাধ্যমে নেতা-কর্মীদের হয়রানি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, সদস্যসচিব মামুন-অর-রশিদ, রাজশাহী মহানগর তাঁতি দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি প্রমুখ।

অভিযোগের বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘বিএনপির অভিযোগ সত্য নয়। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না। পুলিশ নিয়মের মধ্যেই কাজ করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত