Ajker Patrika

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২১: ৩৮
Thumbnail image

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিপ্লব বিজয় তালুকদার। পুলিশের এই উপমহাপরিদর্শক (ডিআইজি) আজ রোববার সকালে আরএমপি সদর দপ্তরে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেন। এ সময় আরএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সঙ্গে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আরএমপির বিদায়ী পুলিশ কমিশনার আনিসুর রহমান। 

এরপর তাঁরা আরএমপি পুলিশ লাইনস মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিপ্লব বিজয় তালুকদারের জন্ম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে ২০০১ সালে তিনি ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত