Ajker Patrika

বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল কোটি টাকার হেরোইন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল কোটি টাকার হেরোইন

রাজশাহীর গোদাগাড়ীতে একটি বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল প্রায় কোটি টাকার হেরোইন। আজ সোমবার র‍্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্ত এলাকার দিয়াড় মানিকচক গ্রামের ওই বাড়ি থেকে এ হেরোইন উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক তহুরুল ইসলামকে (২৩) আটক করা হয়। 

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, তহুরুলের বসতবাড়ির প্রায় তিন ফুট নিচে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় বাড়ি থেকে কৌশলে একজন পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, ভারত থেকে হেরোইন পাচার করে এনে বাড়িতে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আর হেরোইনসহ তহুরুলকে আটক করা হয়। এ নিয়ে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত