Ajker Patrika

নাটোরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৬
নাটোরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

নাটোরের বড়াইগ্রামে একটি বালুবোঝাই ট্রাককে পেছনে থেকে অপর একটি বালুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী আলীর ছেলে ট্রাকের চালক শাহিনুর রহমান (২৮) এবং আজিপুর গ্রামের বাসিন্দা ও বাসের হেলপার জসিম উদ্দিন (২৬)। 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ তদন্তকেন্দ্রর পরিদর্শক এন এম মাসুদ বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবোঝাই দুটি ট্রাক ঝিনাইদহে যাচ্ছিল। নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় পৌঁছালে সামনের ট্রাকটি হঠাৎ ব্রেক কষে। এ সময় পেছনের ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও চালকের সহকারী নিহত হন। 

পরিদর্শক এন এম মাসুদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি ৩ দপ্তরে ডিজি, একটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত