নওগাঁ প্রতিনিধি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ কখনো ব্যবসায়ীদের দল-মত হিসেব করে বিবেচনা করে না। যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে ভালো আছেন ব্যবসায়ীরা।
আজ বুধবার বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে ব্যবসায়ীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। সরকার কোনো ব্যবসায় হস্তক্ষেপ করে না। সে যে কোনো দলেরই হোক না কেন। মায়ের কোলে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করছেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ব্যবসায়ীদের মানবিক হতে হবে। দেশের জনগণের প্রতি ভালোবেসে ব্যবসায়ীদের লক্ষ্য রাখতে হবে, ভোক্তাদের যাতে কোনো কষ্ট না হয়।
মন্ত্রী বলেন, জেলার ১১টি উপজেলায় ১১০০ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। নওগাঁ শহরের তীব্র যানজট দূর করতে চার-লেন সড়ক নির্মাণ কাজও শুরু হবে শিগগিরই। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দুই দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।
নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এই ব্যবসায়িক মিলন মেলার আয়োজন করেন। এতে প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ীদের সংগঠন দি ফেডারশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআইয়ের সহসভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
এর আগে চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের চতুর্থ তলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের স্মৃতি রক্ষায় ‘আব্দুল জলিল কনফারেন্স’ রুমের উদ্বোধন করেন বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ কখনো ব্যবসায়ীদের দল-মত হিসেব করে বিবেচনা করে না। যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে ভালো আছেন ব্যবসায়ীরা।
আজ বুধবার বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে ব্যবসায়ীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। সরকার কোনো ব্যবসায় হস্তক্ষেপ করে না। সে যে কোনো দলেরই হোক না কেন। মায়ের কোলে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করছেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ব্যবসায়ীদের মানবিক হতে হবে। দেশের জনগণের প্রতি ভালোবেসে ব্যবসায়ীদের লক্ষ্য রাখতে হবে, ভোক্তাদের যাতে কোনো কষ্ট না হয়।
মন্ত্রী বলেন, জেলার ১১টি উপজেলায় ১১০০ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। নওগাঁ শহরের তীব্র যানজট দূর করতে চার-লেন সড়ক নির্মাণ কাজও শুরু হবে শিগগিরই। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দুই দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।
নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এই ব্যবসায়িক মিলন মেলার আয়োজন করেন। এতে প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ীদের সংগঠন দি ফেডারশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআইয়ের সহসভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
এর আগে চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের চতুর্থ তলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের স্মৃতি রক্ষায় ‘আব্দুল জলিল কনফারেন্স’ রুমের উদ্বোধন করেন বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে