Ajker Patrika

বেদেপল্লী থেকে বালিহাঁস উদ্ধার করলেন পরিবেশকর্মীরা

প্রতিনিধি, সিংড়া (নাটোর)
আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১: ৩৫
বেদেপল্লী থেকে বালিহাঁস উদ্ধার করলেন পরিবেশকর্মীরা

নাটোর সিংড়া উপজেলায় শিকারির কাছ থেকে ৫টি পাতি সরালি (বালিহাঁস) ছানাকে উদ্ধার করা হয়েছে। এরপর পরিবেশকর্মী হাসান ইমামের বাড়ির পরিচর্যা সেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার বিকেল ৪টায় উদ্ধারকৃত পাখিদের মধ্যে আহত হলুদ (সোনাবউ) পাখিকে অবমুক্ত করা হয়।

এর আগে গতকাল শনিবার দুপুরে সিংড়া পৌরসভার চলো অ্যাম্বুলেন্সে করে পশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। আহত পাখি ও ছানাগুলোর চিকিৎসা ও পরামর্শ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম খুরসিদ আলম।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের গোয়াল বাতান গ্রামে পাখি কেনা-বেচা হয়েছে খবর পাওয়া যায়। সেই সূত্র ধরে পাখি উদ্ধারে সিংড়া পৌরসভার পারসিংড়া (বেদেপল্লী), সরকারপাড়া, ও শোলাকুড়া এলাকায় বৃষ্টিতে ভিজে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ব্যর্থ হয় পরিবেশকর্মীরা।

পরে রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পারসিংড়া (বেদেপল্লী) থেকে পাঁচটি পাতি সরালি (বালিহাঁস) ছানা উদ্ধার করেন তাঁরা। ততক্ষণে মা পাখিটিকে জবাই করেছেন পাখি খাদক জনৈক পিয়ারুল। এ ছাড়া চটের বস্তায় লুকিয়ে রাখায় দুটি পাতি সরালি ছানার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পাখি শিকারি পিয়ারুল পালিয়ে বেড়াচ্ছেন।

এ দিকে আর কোন পাখি শিকার বা হত্যা করবে না মর্মে পাখি শিকারির পরিবারের লোকজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বিষয়টি সাবেক পৌর কাউন্সিলর লাবু মিয়া ও পারসিংড়া (বেদেপল্লী) মহল্লার গ্রাম প্রধান মোবারক আলীর দায়িত্বে দেওয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম খুরসিদ আলম বলেন, আহত পাখিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর ছানাগুলোকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, দ্রুতই পাখি রক্ষায় চলনবিলে অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত