বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘরের বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়। জাহিদুল পেশায় একজন দরজি ছিলেন।
এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে মিরাজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হৃদ্রোগে ভুগছিলেন। সকালে স্বাভাবিক অবস্থায় তিনি বাসা থেকে বের হন। ডিসি অফিসে সরকারি ঘরের কাজ বিষয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে আমি একজন ডাক্তারকে সেখানে পাঠাই। তিনি জানান যে লোকটি মারা গেছেন।’
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ডাক্তার ও পুলিশকে খবর দিই। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে জাহিদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘরের বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়। জাহিদুল পেশায় একজন দরজি ছিলেন।
এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে মিরাজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হৃদ্রোগে ভুগছিলেন। সকালে স্বাভাবিক অবস্থায় তিনি বাসা থেকে বের হন। ডিসি অফিসে সরকারি ঘরের কাজ বিষয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে আমি একজন ডাক্তারকে সেখানে পাঠাই। তিনি জানান যে লোকটি মারা গেছেন।’
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ডাক্তার ও পুলিশকে খবর দিই। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে জাহিদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
দীর্ঘদিনের পুরোনো বসতি হলেও এ পথে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কটি কাঁচা থাকায় বর্ষা এলেই পরিণত হয় কাদা-পথে। এ সময় এই পথ হয়ে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া—সবই হয়ে ওঠে দুঃসাধ্য।
৫ মিনিট আগেস্থানীয় পুলিশ ও মিল সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর গত ২৮ জুলাই গাভুরকাছ গ্রামের ওমর হাসান, মাঈনুল হাসান মিল্টন ও মোবারকপুর গ্রামের রুহুল আমিন মিলে আবু সাঈদ অটো রাইসমিলটি আবার চালু করেন। বর্তমানে সেখানে ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন।
১০ মিনিট আগেরানিহাটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার হলে বসে খাতায় লিখছিলাম। হঠাৎ বাইরে থেকে মাইকের প্রচণ্ড শব্দ আসতে থাকে। এতে খুব বিরক্ত লাগছিল। এভাবে পরীক্ষা চলাকালে মাইক ব্যবহার একদমই উচিত হয়নি।’
১১ মিনিট আগেঘটনাস্থল থেকে একটি মাটি কাটার যন্ত্র ও একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সড়ক পরিবহন আইনে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড এবং অপর একজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ১ লাখ ১০০ টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
১৪ মিনিট আগে