Ajker Patrika

রাবিতে প্রফেসর সরকার সুজিতকুমার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৭: ৪৭
রাবিতে প্রফেসর সরকার সুজিতকুমার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর সরকার সুজিতকুমার স্মৃতি আন্তবর্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইবলিস চত্বর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়।

খেলায় অনিরুদ্ধ-৬৫ দলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে প্রদীপ্ত-৬৩। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাকিল হাসান, সর্বোচ্চ গোলদাতা রানা হামিদ, সেরা গোলরক্ষক সোহাগ রানা, ম্যান অব দ্য ফাইনাল মামুন হোসেন, উদীয়মান খেলোয়াড় বাপ্পী মণ্ডল এবং সেরা ধারাভাষ্যকারের পুরস্কার জিতেছেন রিপন চন্দ্র রায়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের ক্রীড়া উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক গৌতম দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মানিকুল ইসলাম, ড. সুমাইয়া খানম, ড. মাহমুদা আক্তার এবং সহকারী অধ্যাপক সুপ্রিয়া রানি দাস।

এর আগে গত ১৩ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালে ওঠে প্রদীপ্ত-৬৩, নৈঋদ্ধ-৬৪, অনিরুদ্ধ-৬৫ ও প্রয়াস-৬৬। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে প্রয়াস-৬৬ দলকে ৪-২ ব্যবধানে হারায় অনিরুদ্ধ-৬৫ এবং ৩-০ গোলের ব্যবধানে নৈঋদ্ধ-৬৪ দলকে হারিয়ে ফাইনালে ওঠে প্রদীপ্ত-৬৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত