Ajker Patrika

হারিয়ে যাওয়ার শঙ্কার কথা বলার দিনই নিখোঁজ ওকীব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
হারিয়ে যাওয়ার শঙ্কার কথা বলার দিনই নিখোঁজ ওকীব

আব্দুল ওকীব (১০) তাঁর মাকে বলে, ‘আমি একদিন তোমাদের কাছ থেকে হারিয়ে যাব।’ সে এ কথা বলে ১৩ ফেব্রুয়ারি। ওই দিনই সে নিখোঁজ হয়। এরপর থেকে আজও তার সন্ধান পায়নি পরিবার। 

আব্দুল ওকীব চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের কৃষক মোহাম্মাদ আলী ও সুবি বেগমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার নিখোঁজের ঘটনায় ১৩ ফেব্রুয়ারি নাচোল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা। 

আব্দুল ওকীবের মা সুবি বেগম বলেন, “১৩ ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফিরেই আমাকে বলে, ‘আমি একদিন তোমাদের কাছ থেকে হারিয়ে যাব।’ এরপর ওই দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি সে। ”

 ১৩ ফেব্রুয়ারি রাতেই ছেলের সন্ধান চেয়ে নাচোল থানায় জিডি করা হয় বলে জানান সুবি বেগম। তিনি বলেন, ‘প্রায় দুই মাস পেরিয়ে গেলেও ওকীবের সন্ধান পাইনি।’ 

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইকবাল পাশা বলেন, ‘আব্দুল ওকীবের সন্ধানে বেতারবার্তায় প্রতিটি থানায় নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। তাকে উদ্ধারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত