রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে শহীদ শামসুজ্জোহা হলের ২৩৭ নম্বর কক্ষে হল প্রশাসনের লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকলে হলের শিক্ষার্থীরা তাকে আটক করে বেঁধে রাখে। পরে সন্ধ্যায় হল প্রাধ্যক্ষের কাছে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এই নেতা তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করেছেন। তার মোবাইল থেকে এক শিক্ষার্থীকে মারার পরিকল্পনার প্রমাণও পাওয়া গেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন, শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোহাগ হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি চিরন্তন চন্দ্রের অনুসারী ছিল।
এ বিষয়ে হলের শিক্ষার্থীরা বলেন, সোহাগ রানা হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিল। সে আমাদেরকে অনেক নির্যাতন করেছে। সারা বছর হলের আবাসিক শিক্ষার্থীদের নানাভাবে ভোগান্তিতে ফেলেছে সে। হলের শিক্ষার্থীদের কাছ থেকে সিটের বিনিময়ে টাকা নিয়েছে।
হলের একজন শিক্ষার্থীকে হামলার পরিকল্পনা তার মেসেঞ্জারের চ্যাট লিস্ট থেকে পাওয়া গেছে। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বলেন, যাকে মারার পরিকল্পনার স্ক্রিনশট দেখানো হয়েছে তা আমি এমনিতেই বলেছিলাম। তা ছাড়া আগে যেসব অপকর্ম করেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। পরবর্তীতে কোনো শিক্ষার্থী আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।
এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষার্থী সোহাগ রানা হলে নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে সে স্বীকারোক্তি দিয়েছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় আমরা তাকে হল থেকে বিতাড়িত করেছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে শহীদ শামসুজ্জোহা হলের ২৩৭ নম্বর কক্ষে হল প্রশাসনের লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকলে হলের শিক্ষার্থীরা তাকে আটক করে বেঁধে রাখে। পরে সন্ধ্যায় হল প্রাধ্যক্ষের কাছে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এই নেতা তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করেছেন। তার মোবাইল থেকে এক শিক্ষার্থীকে মারার পরিকল্পনার প্রমাণও পাওয়া গেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন, শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোহাগ হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি চিরন্তন চন্দ্রের অনুসারী ছিল।
এ বিষয়ে হলের শিক্ষার্থীরা বলেন, সোহাগ রানা হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিল। সে আমাদেরকে অনেক নির্যাতন করেছে। সারা বছর হলের আবাসিক শিক্ষার্থীদের নানাভাবে ভোগান্তিতে ফেলেছে সে। হলের শিক্ষার্থীদের কাছ থেকে সিটের বিনিময়ে টাকা নিয়েছে।
হলের একজন শিক্ষার্থীকে হামলার পরিকল্পনা তার মেসেঞ্জারের চ্যাট লিস্ট থেকে পাওয়া গেছে। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বলেন, যাকে মারার পরিকল্পনার স্ক্রিনশট দেখানো হয়েছে তা আমি এমনিতেই বলেছিলাম। তা ছাড়া আগে যেসব অপকর্ম করেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। পরবর্তীতে কোনো শিক্ষার্থী আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।
এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষার্থী সোহাগ রানা হলে নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে সে স্বীকারোক্তি দিয়েছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় আমরা তাকে হল থেকে বিতাড়িত করেছি।
আবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৬ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে