Ajker Patrika

শিবগঞ্জে বিএনপি নেতা হত্যা: শেখ হাসিনাসহ ৮০ জনের নামে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২১: ৪৪
শিবগঞ্জে বিএনপি নেতা হত্যা: শেখ হাসিনাসহ ৮০ জনের নামে মামলা

বগুড়ার শিবগঞ্জে বিএনপি নেতা শাহ আলম সুজা হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রেজওয়ান মুজিব সিদ্দিকী ববিসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বাদী হয়ে মামলাটি করেন। মামলায় একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও উপস্থাপক ফারজানা রুপাকেও আসামি করা হয়েছে।

২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম সুজাকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে ২ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। শাহ আলম সুজা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, আজ বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব। আদালতের নির্দেশে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত