রাবি প্রতিনিধি
র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে রাজশাহী (রাবি) বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশে গত ১২ ডিসেম্বর সিন্ডিকেটের ৫৩৫ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন–বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিল। এদের মধ্যে অন্তর বিশ্বাসকে ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা ও নাবিলকে শুধু ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে মধ্যরাতে মানসিক নির্যাতন ও র্যাগিংয়ের অভিযোগ উঠে মার্কেটিং বিভাগের ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী অভিযোগ করেন, র্যাগিংয়ের পাশাপাশি ওই শিক্ষার্থীকে ‘শিবির’ ডেকে নিয়ে এসে মারার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীর নাম মোহাম্মদ রকি। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে র্যাগিংয়ের দায়ে আগে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। আমাদের এই প্রশাসন শুরু থেকেই র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। তাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কেউ এ ধরনের কাজ করলে, তাদেরও শাস্তির আওতায় আনা হবে। এই বিষয়টি সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে রাজশাহী (রাবি) বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশে গত ১২ ডিসেম্বর সিন্ডিকেটের ৫৩৫ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন–বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিল। এদের মধ্যে অন্তর বিশ্বাসকে ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা ও নাবিলকে শুধু ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে মধ্যরাতে মানসিক নির্যাতন ও র্যাগিংয়ের অভিযোগ উঠে মার্কেটিং বিভাগের ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী অভিযোগ করেন, র্যাগিংয়ের পাশাপাশি ওই শিক্ষার্থীকে ‘শিবির’ ডেকে নিয়ে এসে মারার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীর নাম মোহাম্মদ রকি। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে র্যাগিংয়ের দায়ে আগে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। আমাদের এই প্রশাসন শুরু থেকেই র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। তাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কেউ এ ধরনের কাজ করলে, তাদেরও শাস্তির আওতায় আনা হবে। এই বিষয়টি সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বহিরাগত এক কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গতকাল সোমবার রাতে বিজয় ২৪ হলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
১ সেকেন্ড আগেরাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. সাগরকে (৩৬) চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
১ সেকেন্ড আগেপটুয়াখালীর বাউফলে একটি সেতুর সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লেগে শাকিব (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়িসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত মোবারক হোসেন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে