Ajker Patrika

বন্ধুদের এনে গাঁজার আসর বসানোর অভিযোগে ২ শিক্ষার্থীকে ছাত্রাবাসে নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বন্ধুদের এনে গাঁজার আসর বসানোর অভিযোগে ২ শিক্ষার্থীকে ছাত্রাবাসে নিষিদ্ধ

বহিরাগত তিন বন্ধুকে এনে ছাত্রাবাসে গাঁজার আসর বসানোর অভিযোগ উঠেছে রাজশাহী কলেজের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। কলেজের মুসলিম ছাত্রাবাসে গাঁজা সেবনের সময় হাতেনাতে তাঁদের ধরে ফেলেন অধ্যক্ষ। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দুই শিক্ষার্থীকে ছাত্রাবাসে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুশফিক ও গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জোবায়ের। তাঁরা রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ‘ই’ ব্লকে থাকতেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যক্ষ আব্দুল খালেক জানান, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে তিনি খবর পান যে ছাত্রাবাসে দুই শিক্ষার্থী বহিরাগত তিন বন্ধুকে এনে গাঁজা সেবন করছেন। খবর পেয়ে তিনি গিয়ে তাঁদের হাতেনাতে ধরেন। এরপর পাঁচজনের কাছ থেকেই মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আর যে দুজন কলেজের শিক্ষার্থী, তাঁদের আজীবনের জন্য ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁরা আর ছাত্রাবাসে উঠতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

News Hub