Ajker Patrika

ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৪: ৩৩
ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক কলেজছাত্রীর বাবার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডি খুলে ওই ছাত্রীর নামেই কুরুচিপূর্ণ পোস্ট করায় আদালত তাঁকে এই শাস্তি দেন। জরিমানার অর্থ পাবে ভুক্তভোগী ওই ছাত্রী। এ ছড়া জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ রোববার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত এই যুবকের নাম সোহেল রানা (২২)। নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম শাহাদাত হোসেন। 

আদালত সূত্রে জানা গেছে, সোহেল রানা তাঁর এলাকার এক কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। ওই ছাত্রী এতে সাড়া দেননি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওই ছাত্রীর বাবার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ পোস্ট দিতে থাকেন। ওই ছাত্রী সম্পর্কে আজেবাজে মন্তব্যও করতে থাকেন। বিষয়টি নজরে এলে ২০১৮ সালের ৪ মে ওই ছাত্রীর বাবা মান্দা থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত