Ajker Patrika

বগুড়ার শেরপুরে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার  

প্রতিনিধি, শেরপুর (বগুড়া) 
বগুড়ার শেরপুরে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার  

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ২৩৩ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৪), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বীরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাঈম হাসান (২০)।

শনিবার সকাল ৮টায় গাড়িদহ মডেল ইউনিয়নে মহিপুর বাজার মণ্ডল সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৩ দিনাজপুর সার্কেল মো. রবিউল ইসলাম আজকের পত্রিকা কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহিপুর বাজার এলাকায় অবস্থান করি। এ সময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে দুইটি পাটের বস্তার ভেতর ২৩৩ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান ও নাঈম হাসানকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত