Ajker Patrika

তীব্র তাপদাহে ক্লাস-পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত নিল রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি
তীব্র তাপদাহে ক্লাস-পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত নিল রাবি প্রশাসন

তীব্র তাপদাহে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (বারি) স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান থাকবে ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম। তবে বিভাগসমূহ প্রয়োজনবোধে অনলাইনে ক্লাস নিতে পারবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাউশির নির্দেশনায় তাপদাহের কারণে স্কুল-কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার মধ্যে উৎকণ্ঠা ছিল, রাজশাহীতে হিট ওয়েভ চলছে সেখানে কি হবে? আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জরুরি সভা হয়।’ 

প্রণব কুমার পান্ডে আরও বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু রাজশাহীর তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে, তাই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। তবে বিভাগসমূহ প্রয়োজনবোধে অনলাইনে ক্লাস নিতে পারবে। 

এরপর ১ মে সরকারি ছুটি এবং ৩ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার কথা। তবে ২ মে পূর্বনির্ধারিত পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে কিন্তু ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া এই সময়ে লোডশেডিং কমাতে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত