Ajker Patrika

স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামী বেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ৩ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে গুরুদাসপুরের খামার পাথুরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নাটোর পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়াড়ী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। 

বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা গেছে, বিয়ের কয়েক বছর পর বেলাল হোসেনের সঙ্গে আরেক নারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন তাঁর স্ত্রী। এ নিয়ে জানতে চাইলে বেলাল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যার হুমকি দেন। ২০১৯ সালের ৩১ মার্চ ভোরে জেসমিনের মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন আসেন। তাঁরা জেসমিনের মৃত্যুর বিষয়ে বেলালের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। পরে তাঁর লাশ নিয়ে যেতে চাইলে বেলাল হোসেন বাঁধা দেন এবং দ্রুত লাশ দাফনের ব্যবস্থা করেন।

এ ঘটনায় নিহত জেসমিনের ভাই বাদী হয়ে আদালতে বেলাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে পলাতক ছিলেন বেলাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত