Ajker Patrika

রাজশাহীতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। 

পবিত্র সিংহের বাড়ি ভারতের মধ্যপ্রদেশের মাদলা জেলার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামে। মৃত্যুর পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, গত ১৭ অক্টোবর পবিত্র সিংহ রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন। 

গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ। 

ওসি আরও বলেন, মরদেহ রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত