Ajker Patrika

ব্যাংক ঋণের জন্য তদবির, ভুয়া গোয়েন্দা কর্মকর্তাসহ গ্রেপ্তার ২ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ব্যাংক ঋণের জন্য তদবির, ভুয়া গোয়েন্দা কর্মকর্তাসহ গ্রেপ্তার ২ 

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক ঋণের জন্য তদবিরের সময় ভুয়া গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নাচোলে উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মো. সিরাজুল ইসলাম, তিনি সদর উপজেলার নামোশংকরবাটি এলাকার বাসিন্দা ও একই উপজেলার উত্তর মল্লিকপুর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. তারেকুজ্জামান বলেন, আজ (সোমবার) দুপুরে ব্যাংকে গিয়ে সিরাজুল ইসলাম (৫৫) নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ডাইরেক্টর পরিচয় দিয়ে ১০ লাখ টাকা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেনকে চাপ দেন। ব্যাংকের ব্যবস্থাপকের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি থানাকে অবগত করেন।

পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া বলে স্বীকার করেন। এ সময় তার সহযোগী মো. রফিকুল ইসলামকেও (৫২) আটক করা হয়।’ এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত