নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আবু ইছা মুরাদ (২৮) ও মো. মিনহাজ (২২)। দুজনই উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদসহ পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছিল। হঠাৎ নেপালপুর এলাকায় একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাতে সন্দেহভাজন চার ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
এ সময় পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, গ্রেপ্তার হওয়া মুরাদ ও মিনহাজ পুলিশ পরিচয়ে অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলে আটক এবং তাঁদের ছেড়ে দেবে বলে ১০ হাজার টাকা দাবি করার বিষয়টি জানতে পারেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
এসআই জাফর আহম্মেদ বলেন, ‘আসামিরা পুলিশ পরিচয়ে দুজনকে আটক করে চাঁদা দাবি করেন। কিন্তু ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন থানার পুলিশ এবং পরিচয় দিতে গড়িমসি করলে তাঁদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আবু ইছা মুরাদ (২৮) ও মো. মিনহাজ (২২)। দুজনই উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদসহ পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছিল। হঠাৎ নেপালপুর এলাকায় একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাতে সন্দেহভাজন চার ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
এ সময় পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, গ্রেপ্তার হওয়া মুরাদ ও মিনহাজ পুলিশ পরিচয়ে অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলে আটক এবং তাঁদের ছেড়ে দেবে বলে ১০ হাজার টাকা দাবি করার বিষয়টি জানতে পারেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
এসআই জাফর আহম্মেদ বলেন, ‘আসামিরা পুলিশ পরিচয়ে দুজনকে আটক করে চাঁদা দাবি করেন। কিন্তু ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন থানার পুলিশ এবং পরিচয় দিতে গড়িমসি করলে তাঁদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
জোটের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানি নীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই
২ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে। বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
৬ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
১৬ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে