Ajker Patrika

টিসিবির পণ্য কিনতে ঠেলাঠেলি হট্টগোল, পরে পুলিশ ডেকে বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
টিসিবির পণ্য কিনতে ঠেলাঠেলি হট্টগোল, পরে পুলিশ ডেকে বিতরণ

রাজশাহীর দুর্গাপুর পৌরসভা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণের সময় দফায় দফায় গ্রাহকদের মধ্যে হাতাহাতি, উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন পৌরসভার ১,৬ ও ৭ নম্বর ওয়ার্ডের গ্রাহকেরা। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকা হয়। পুলিশ পাহারায় পণ্য বিক্রি করে পরিবেশকেরা।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্গাপুর পৌরসভার সামনে এসব ঘটনা ঘটে। 

গ্রাহকদের অভিযোগ, তাঁরা ইউএনও, পৌরসভার মেয়র এবং কাউন্সিলর স্বাক্ষরিত কার্ড পেলেও সেই কার্ডে নতুন করে সিল মারতে হচ্ছে। এতে দুই জায়গায় লাইনে দাঁড়াতে গিয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পণ্য আগে পেতে দফায় দফায় নারীদের লাইনে মারামারি ও উত্তেজনা দেখা দেয়। 

বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। মসুর ডাল ও চিনির দাম বেশ কিছু দিন আগে থেকেই চড়া। ভোজ্যতেলের দামও নিম্নআয়ের মানুষের প্রায় নাগালের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। টিসিবির পণ্যও অপ্রতুল। বাজারের চেয়ে একটু কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে ভিড় করছেন বিপুল মানুষ। পণ্য পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাঁদের। পণ্য ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় দেশের অনেক স্থানেই হট্টগোলের ঘটনা ঘটছে।

আজ রোববার সকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্গাপুর পৌরসভা সংলগ্ন দুর্গাপুর ডিগ্রি কলেজর সামনে টিসিবির পণ্য কিনতে অপেক্ষা করছেন শত শত মানুষ। পণ্য ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে লাইন ভেঙে আগে যাওয়ার চেষ্টা করলে লেগে যাচ্ছে হট্টগোল। 

লাইনে দাঁড়িয়ে ছিলেন দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো টিসিবির পণ্য পাইনি। সকালে লাইনে দাঁড়াতে বলে তারা বলেন, কার্ডে আবার সিল মেরে নিয়ে আসতে হবে। তখন লাইন ছেড়ে পৌরসভায় আসি। সেখানেও কার্ডে সিল মারতে রীতিমতো যুদ্ধ চলছে। কার্ড পাওয়ার পরও নতুন করে সিল মারতে হচ্ছে। এটা নিয়ে সবার ভীষণ ভোগান্তি হচ্ছে।’ 

টিসিবির পণ্য কিনতে এসে গ্রাহকদের মধ্যে ঠেলাঠেলি হট্টগোল। ছবি: আজকের পত্রিকাপৌর এলাকার শালঘরিয়া গ্রামের সানোয়ারা বেগম ক্ষুব্ধ হয়ে বলেন, ‘নিয়ম নীতি কিছু মানা হচ্ছে না। যে জোর করে আগে যাচ্ছে, তাকে আগে পণ্য দেওয়া হচ্ছে। এ কারণে লাইনে থাকা গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। তারপর পণ্য কিনতে পেরেছি।’ 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘টিসিবি পণ্য কিনতে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়েছিল। পরে ওখানকার লোকজন থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশের উপস্থিতিতে গ্রাহকদের মধ্যে সুশৃঙ্খল ভাবে টিসিবির পণ্য বিতরণ করা হয়।’ 

গ্রাহকদের ভোগান্তির ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র একরামুল হক বলেন, ‘প্রতিবারই এ ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত