কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পাঁচ বছর আগে জন্মের সময়ই নাম রাখা হয়েছিল ‘কালু মাস্তান’। নামের মতোই দেহের গঠন, চোখেমুখে জৌলুস আর চলাফেরায় এক ধরনের নেতৃত্বের ছাপ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামে খামারি আব্দুল বারিক ভূঁইয়ার আদর-যত্নে বেড়ে উঠেছে এই ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের বিশাল ষাঁড়টি।
গত বছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে তোলা হয়েছিল কালুকে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বাড়িতেই ফেরত আনতে হয়। এবার আবারও ঈদকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে কালুকে। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। তবে এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো ক্রেতা।
চোখের কোণে পানি চেপে বারিক ভূঁইয়া বলেন, "এই ক’টা বছর সন্তানের মতো করে বড় করেছি কালুকে। ভালো দাম না পেলে কষ্টটা সামাল দেওয়া কঠিন হবে। "
তিনি দাবি করেন, আশপাশের গ্রামগুলোতে এমন আকৃতি ও গড়নের ষাঁড় আর নেই। তার ভাষায়, "কালু শুধু একটা গরু না, সে আমার জীবনের একটা অধ্যায়। "
বারিক ভূঁইয়ার প্রত্যাশা, কোনো হৃদয়বান শিল্পপতি বা সচেতন মানুষ কালুকে কিনে তার ভবিষ্যৎ নিশ্চিত করবেন। "সে আমার সন্তানের মতো। বিক্রি করলেও চাই যেন ভালো থাকে। "
খামারে কালুর পাশাপাশি রয়েছে আরও একটি ষাঁড়—‘বাহাদুর’। বয়স ৪ বছর, ওজন প্রায় ২০–২২ মণ। এই ষাঁড়টির দাম ধরা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
বারিক ভূঁইয়া বলেন, “প্রতিদিন খৈল, ভূষি, ভুট্টা—এসব খরচ মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। এখন সেটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ”
তবুও বুক ভরে আশায় আছেন তিনি—হয়তো কোনো এক শুভক্ষণে কোনো শুভক্রেতা নজর দেবেন তার ‘কালু মাস্তান’-এর দিকে।
পাঁচ বছর আগে জন্মের সময়ই নাম রাখা হয়েছিল ‘কালু মাস্তান’। নামের মতোই দেহের গঠন, চোখেমুখে জৌলুস আর চলাফেরায় এক ধরনের নেতৃত্বের ছাপ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামে খামারি আব্দুল বারিক ভূঁইয়ার আদর-যত্নে বেড়ে উঠেছে এই ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের বিশাল ষাঁড়টি।
গত বছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে তোলা হয়েছিল কালুকে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বাড়িতেই ফেরত আনতে হয়। এবার আবারও ঈদকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে কালুকে। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। তবে এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো ক্রেতা।
চোখের কোণে পানি চেপে বারিক ভূঁইয়া বলেন, "এই ক’টা বছর সন্তানের মতো করে বড় করেছি কালুকে। ভালো দাম না পেলে কষ্টটা সামাল দেওয়া কঠিন হবে। "
তিনি দাবি করেন, আশপাশের গ্রামগুলোতে এমন আকৃতি ও গড়নের ষাঁড় আর নেই। তার ভাষায়, "কালু শুধু একটা গরু না, সে আমার জীবনের একটা অধ্যায়। "
বারিক ভূঁইয়ার প্রত্যাশা, কোনো হৃদয়বান শিল্পপতি বা সচেতন মানুষ কালুকে কিনে তার ভবিষ্যৎ নিশ্চিত করবেন। "সে আমার সন্তানের মতো। বিক্রি করলেও চাই যেন ভালো থাকে। "
খামারে কালুর পাশাপাশি রয়েছে আরও একটি ষাঁড়—‘বাহাদুর’। বয়স ৪ বছর, ওজন প্রায় ২০–২২ মণ। এই ষাঁড়টির দাম ধরা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
বারিক ভূঁইয়া বলেন, “প্রতিদিন খৈল, ভূষি, ভুট্টা—এসব খরচ মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। এখন সেটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ”
তবুও বুক ভরে আশায় আছেন তিনি—হয়তো কোনো এক শুভক্ষণে কোনো শুভক্রেতা নজর দেবেন তার ‘কালু মাস্তান’-এর দিকে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
৬ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
২৮ মিনিট আগে