নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী–৪ (বাগমারা) আসনের নির্বাচন বাতিল ঘোষণা করে পুনঃতফসিলের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজেই ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই আবেদন জমা দেন।
এনামুল হক এই আসনের বর্তমান এমপি। ২০০৮ সাল থেকে পরপর তিনটি নির্বাচনে তিনি নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। প্রতীক ছিল কাঁচি।
এখানে এবার দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবার নির্বাচন করেন আবুল কালাম আজাদ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এনামুল হককে হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে দুটি মামলা করেছে।
ঘোষিত ফল অনুযায়ী, আবুল কালাম আজাদ ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। এই আসনে ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে। তবে এত ভোটার কেন্দ্রে ছিল না বলে দাবি এনামুলের।
সিইসির কাছে দেওয়া আবেদনে এনামুল হক বলেছেন, আবুল কালাম আজাদ নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে যেসব সহিংস কার্যক্রম সংঘটিত করেছেন, তা নির্বাচন কমিশনকে আগেই জানানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা করে। দুটি মামলা হলেও তাঁর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগে আরও বলা হয়, আবুল কালাম আজাদের সন্ত্রাসী বাহিনীর অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, সেই সব মামলায় বেশ কয়েকজন ক্যাডার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে তারা আরও বেপরোয়া হয়ে পড়ে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রভাব পড়ে এবং সাধারণ জনগণ আতঙ্কিত হয়। নির্বাচনকালীন প্রার্থীসহ তাঁর ক্যাডার বাহিনী কাঁচির এজেন্টদের ভোটকেন্দ্র ঢুকতে না দেওয়া, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, কর্মী-সমর্থকদের মারধরসহ বিভিন্ন জায়গায় হামলা চালায়।
অভিযোগে এনামুল আরও বলেন, ‘আমি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে দেখতে পেয়েছি, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না। ভোট গ্রহণের শুরু থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ১৫-২০ ভাগ ভোট সংগ্রহ হয়, অথচ বিকেল ৩-৪টার মধ্যে নৌকার প্রার্থীর লোকজন জোরপূর্বক ভোটের ফলাফল তাদের অনুকূলে নেয়।’
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রতি দুই ঘণ্টা পরপর জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার প্রতিটি কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে। সেটি হিসাব করলেও সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে দাবি এনামুলের।
এ ছাড়া ভোট-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় তাঁর নেতা-কর্মীর বাড়িতে নৌকার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আসনে নৌকার প্রার্থীর ফল বাতিল করে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন এনামুল হক।
আরও পড়ুন:
রাজশাহী–৪ (বাগমারা) আসনের নির্বাচন বাতিল ঘোষণা করে পুনঃতফসিলের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজেই ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই আবেদন জমা দেন।
এনামুল হক এই আসনের বর্তমান এমপি। ২০০৮ সাল থেকে পরপর তিনটি নির্বাচনে তিনি নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। প্রতীক ছিল কাঁচি।
এখানে এবার দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবার নির্বাচন করেন আবুল কালাম আজাদ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এনামুল হককে হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে দুটি মামলা করেছে।
ঘোষিত ফল অনুযায়ী, আবুল কালাম আজাদ ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। এই আসনে ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে। তবে এত ভোটার কেন্দ্রে ছিল না বলে দাবি এনামুলের।
সিইসির কাছে দেওয়া আবেদনে এনামুল হক বলেছেন, আবুল কালাম আজাদ নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে যেসব সহিংস কার্যক্রম সংঘটিত করেছেন, তা নির্বাচন কমিশনকে আগেই জানানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা করে। দুটি মামলা হলেও তাঁর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগে আরও বলা হয়, আবুল কালাম আজাদের সন্ত্রাসী বাহিনীর অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, সেই সব মামলায় বেশ কয়েকজন ক্যাডার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে তারা আরও বেপরোয়া হয়ে পড়ে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রভাব পড়ে এবং সাধারণ জনগণ আতঙ্কিত হয়। নির্বাচনকালীন প্রার্থীসহ তাঁর ক্যাডার বাহিনী কাঁচির এজেন্টদের ভোটকেন্দ্র ঢুকতে না দেওয়া, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, কর্মী-সমর্থকদের মারধরসহ বিভিন্ন জায়গায় হামলা চালায়।
অভিযোগে এনামুল আরও বলেন, ‘আমি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে দেখতে পেয়েছি, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না। ভোট গ্রহণের শুরু থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ১৫-২০ ভাগ ভোট সংগ্রহ হয়, অথচ বিকেল ৩-৪টার মধ্যে নৌকার প্রার্থীর লোকজন জোরপূর্বক ভোটের ফলাফল তাদের অনুকূলে নেয়।’
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রতি দুই ঘণ্টা পরপর জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার প্রতিটি কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে। সেটি হিসাব করলেও সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে দাবি এনামুলের।
এ ছাড়া ভোট-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় তাঁর নেতা-কর্মীর বাড়িতে নৌকার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আসনে নৌকার প্রার্থীর ফল বাতিল করে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন এনামুল হক।
আরও পড়ুন:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে