Ajker Patrika

প্রধান শিক্ষকের কক্ষে পেটে ছুরি ঢুকিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রধান শিক্ষকের কক্ষে পেটে ছুরি ঢুকিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রী (১৪) সঙ্গে কথা বলতে চেয়ে ব্যর্থ হন যুবক। এরপর ছাত্রীর অভিযোগে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলে তাঁদের সামনেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন চঞ্চল হোসেন (২৩) নামের বহিরাগত এক যুবক।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান জানান, তিনি বিদ্যালয়ে আসার আগে বহিরাগত একটি ছেলে ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিনকে জানালে তিনি ছেলেটিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিয়ে আসেন। এরপর উভয়ের অভিভাবকদের খবর দেওয়ার সিদ্ধান্ত নেন। কিছু সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ে আসেন। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক তাঁর কোমর থেকে ছুরি বের করে পরপর দুইবার নিজের পেটে আঘাত করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘ছেলেটি বারবার বলছিল আমি ওকে ভালোবাসি। একটু কথা বলেই চলে যাব।’ 

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক আহত যুবককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে ওই যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত যুবক কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের পান্না শেখের ছেলে। 

তবে এ বিষয়ে ওই যুবক ও ছাত্রীর পরিবার কোনো কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম জানান, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে একজন যুবক এসে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত যুবককে তাঁর অভিভাবকদের মাধ্যমে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, প্রেম সংক্রান্ত ঘটনায় জেরেই এ ঘটনা ঘটতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত